ইন্দোনেশিয়া যাওয়ার সময় বিমানবন্দরে আটক ৪ রোহিঙ্গা

বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন রোহিঙ্গা নারীসহ চারজনকে আটক করেছেন আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন)সদস্যরা। আটককৃতরা হলেন, আনোয়ার (৩০) রোকেয়া (১৯) মরিজান (২৩) আমেনা বেগম (২৬)।

রবিবার সকাল ১১ টায় বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে থকে তাদের আটক করা হয়। এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স এন্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটককৃতরা ইন্দোনেশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিল। ইন্দোনেশিয়াতে অ্যারাইভাল ভিসা দেওয়া হয় আর এই সুযোগটা তারা বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কাজে লাগাতে চেয়েছিল।

আটককৃত সবাই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে জানা গেছে। একটি দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে দেশ ত্যাগ করার পরিকল্পনা ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!