ইংলিশ স্কুলের শিক্ষক চট্টগ্রামের হিযবুত কমান্ডারসহ ১৫ আটক মধ্যরাতের অভিযানে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারসহ ১৫ জঙ্গিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে এসব জঙ্গিদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ জানিয়েছে, হিযবুতের আঞ্চলিক কমান্ডার এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজিমাধ্যম স্কুলের শিক্ষক। তবে তিনিসহ কারও নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। জানা গেছে, এরশাদুল আলম চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ ও ওসি মহসীনের নেতৃত্বে মোট পাঁচটি টিম পৃথক স্থানে এ অভিযান চালাচ্ছে। এ অভিযানে শুক্রবার মধ্যরাত পর্যন্ত হিযবুত তাহরীরের আঞ্চলিক কমান্ডারসহ মোট ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

সার্বিক বিষয় শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর দামপাড়ায় পুলিশ কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম সংবাদ সম্মেলন করবেন।

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!