আরব আমিরাত দূতাবাসে শোক দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতার ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে দূতাবাস কার্যালয়ে এ উপলক্ষে কর্মসূচি পালন করা হয়।

আয়োজনের মধ্যে ছিল পুস্পস্তবক অর্পন, বাণীপাঠ, তথ্যচিত্র প্রদর্শন, জীবন ও কর্মের উপর শোকাবহ আলোচনা, স্মারক চিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া মাহফিল।

দুতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

অনুষ্ঠানে শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলের স্ব স্ব ক্ষেত্রে দেশের জন্য অবদান রেখে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

তিনি বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর একক এবং অসাধারণ নেতৃত্বের গৌরবগাথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হাই, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবর, বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, আশীষ বড়ুয়া প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!