অটোরিকশা উল্টে এনজিও কর্মকর্তা নিহত চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশা উল্টে গোলাম রহমান নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রহমান (৪৭) পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার কালা মিয়ার ছেলে ও এনজিও সংস্থা কোস্টের কর্মকর্তা ছিলেন।

নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য সাইফুল্লাহ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ডুলাহাজারা কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠেন গোলাম রহমান। অটোরিকশা চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এই সময় গুরুতর আহত হয় গোলাম রহমান।

স্থানীয় লোকজন গোলাম রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ‘দুর্ঘটনার কোনো খবর আমার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!