কক্সবাজারের পেকুয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন শিউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুণিজন সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) চট্টগ্রাম নগরীর একটি হোটেলে প্রায় পাঁচ শতাধিক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহামদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক ও সাবেক সিনিয়র শিক্ষক মো. আবদুল মোনাফকে গুণিজন সম্মাননা দেওয়া হয়।
শিউবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘পবিত্র রমজান মাসে আমরা আমাদের শ্রদ্ধাভাজন গুণি শিক্ষকদের সম্মানিত করতে পেরেছি এবং ইফতার মাহফিল আয়োজন করতে পেরে মহান রবের কাছে শোকরিয়া আদায় করছি। শিউবি অ্যালামনাই এসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে ও এভাবে আমরা সম্মিলিতভাবে সকল কাজ সমাপ্ত করতে পারবো বলে আশা করছি।’
ইফতার মাহফিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক ও সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল বারেকসহ অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।