রাঙামাটিতে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটি শহরে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় উদ্ধার করে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ছেলে আত্মহত্যা করেছে বলে জানালেও এর কোন কারণ উল্লেখ করতে পারেননি।

নিহত শ্রমিকের নাম মো. রাব্বী। সে রিজার্ভ বাজার এলাকার বেকারি গলির হানিফ মিঞার (পুতুল) ছেলে।
এদিকে চিকিৎসক বলেন, তার অনেক আগেই মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখবে এবং ময়নাতদন্ত করলেই বিস্তারিত জানা যাবে।

এদিকে নিহতের পিতা হানিফ মিঞা (পুতুল) মুঠোফোনে প্রতিবেদককে জানায়, আমার আত্মহত্যা করেছে। কি কারণে সেটা এখনও ধারণা করতে পারছি না। এদিকে হাসপাতালে শতাধিক শ্রমিক জড়ো হতে দেখা গেছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm