মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৮ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ৮ ফার্মেসিকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) বোয়ালখালীর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ হাজার টাকার বিক্রয় নিষিদ্ধ ওষুধও ধ্বংস করা হয়।

এছাড়া জব্বার মার্কেটের নিলু ফার্মেসিকে ২৫ হাজার টাকা, মনোয়ারা ফার্মেসিকে ১০ হাজার টাকা, বাবুল ফার্মেসিকে ২৫ হাজার টাকা, হক ফার্মেসিকে ১৫ হাজার টাকা, শাহ আমানত মার্কেটের সিকদার ফার্মেসিকে ১৫ হাজার টাকা, চৌধুরী ফার্মেসিকে ১৫ হাজার টাকা, গোমদণ্ডী ফুলতল এলাকার মেসার্স গ্রামীণ ডি সি ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং গ্রামীণ মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন এম ইমরান ও বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!