মিরসরাইয়ে আবারও পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে আবারও মিলেছে এক শিশুর মরদেহ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের ছালেহ আহমদ সুপারিনটেনডেন্ট বাড়িতে এই ঘটনা ঘটে।

এর আগে সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম মিঠানালা গ্রামেও পুকুরে ডুবে মাহির তাজওয়ার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার নিহত তাসমিয়া আক্তার (৫) ওই বাড়ির জাহিদুল ইসলামের মেয়ে। নিহতের প্রতিবেশী তৌসিফ আহমেদ নবী জানান, মঙ্গলবার সকালে মা ঘরে কাজ করা অবস্থায় সবার চোখের আড়ালে নিখোঁজ হয়ে যায় তাসমিয়া।

এরপর সবাই মিলে অনেক খোঁজাখুজি করে। কোথাও পাওয়া না গেলে পরে ঘরের পাশে পুকুরের পানিতে তাসমিয়ার দেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসর নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm