প্রথমবারের মতো দুই রোহিঙ্গার করোনা পজিটিভ

প্রথমবারের মতো দুই জন রোহিঙ্গার করোনা ধরা পড়লো। তবে সাবধানতার জন্য তাদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (১৪ মে) ১৮৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এছাড়া ৫ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে। বাকি ১৬৯ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, আজ বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় ১ জন ও ২ জন রোহিঙ্গা।

এনিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩২ জন।
এর মধ্যে চকরিয়ায় ৩৭ জন, কক্সবাজার সদরে ৩৫ জন, পেকুয়ায় ২০ জন, মহেশখালীতে ১২ জন, উখিয়ায় ১৪ জন, টেকনাফে ৭ জন, রামুতে ৪ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন।

এছাড়া রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী ছেনু আরা বেগম গত ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই নারী কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতোমধ্যে কক্সবাজার জেলায় মোট ৩৩ জন রোগী করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!