চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ছনুয়া ঐতিহ্যবাহী মনুমিয়াজী বাড়ির পুকুর থেকে এক প্রতিবন্ধী গৃহপরিচারিকার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ।
নিহত গৃহপরিচারিকার নাম রাফিয়া বেগম (৪৩)। তার মুখমণ্ডল রক্তাক্ত ছিল। তবে এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ওই গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়। পুলিশ মৃত আরিফুল কাদেরের পরিবার ও আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেছে।
রাফিয়া বেগম ওই এলাকার হাঁসপাড়ার আবুল হাশেমের স্ত্রী। তিনি মনুমিয়াজী বাড়ির মৃত আরিফুল কাদেরের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, আরিফুল কাদেরের বাড়িতে কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটেছিল। হয়তো আবারো ওই চোরের দল চুরি করতে গেলে রাফিয়া তাদের চিনতে পারায় এই হত্যা ঘটানো হয়।
আবার অনেকে বলছেন, রাফিয়া প্রতিবন্ধী, তার এক পা খোঁড়া। তিনি কষ্ট করে হাঁটেন। পুকুরে কোনো কাজে গিয়ে পিছলে পড়ে আঘাত পেয়ে হয়তো তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘নিহত রাফিয়া বেগমের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডিজে