পুকুরে ডুবে মাহির তাজওয়ার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহত তাজওয়ার ওই বাড়ির মীর হোসেনের পুত্র।
শিশু তাজওয়ারের চাচা বেলাল উদ্দিন জানান, আজ (সোমবার) সকালে সবার চোখ ফাঁকি দিয়ে তাজওয়ার নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে শিশুদের চোখে চোখে রাখার পরামর্শ দেন।
এমএহক