পরিচ্ছন্নতাকর্মীর দাওয়াত না পাওয়ায় প্রধান শিক্ষককে পেটালেন স্কুল কমিটির সভাপতি

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা এলাকার রাইখালীর ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় স্কুল কমিটির সভাপতি উচহলা মারমাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। 

এ ঘটনায় প্রধান শিক্ষক বাদি হয়ে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঘটনার পরপরই বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উচহলা মারমাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রাইখালীর ভবনালা উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমার চাকরি এমপিওভুক্ত হয়। এ উপলক্ষে স্কুলের শিক্ষকদের জন্য স্কুল আঙিনায় বৃহস্পতিবার দুপুরে খাবারের ব্যবস্থা করেন তিনি। এই আয়োজনে স্কুল কমিটির সভাপতি দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হন স্কুল পরিচালনা কমিটির প্রধান সভাপতি উচহলা মারমা। তিনি প্রধান শিক্ষকের দপ্তরে ঢুকে এই আয়োজনে শামিল হওয়ায় উপস্থিত শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে প্রধান শিক্ষককে মারধর শুরু করেন। পরে শিক্ষকরা তার হাত থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করেন।

এ ঘটনার প্রতিবাদে স্কুল শিক্ষকরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীরাও জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরে ঘটনা জানাজানি হলে চন্দ্রঘোনা থানা থেকে পুলিশ এসে উচহলা মারমাকে আটক করে। উচহলা মারমা চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে। 

এ বিষয়ে প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা বলেন, একজন শিক্ষক হিসেবে বিষয়টি লজ্জার। আমি মামলা করেছি। এ ঘটনায় বিচার চাই।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, ঘটনাটি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত স্কুল কমিটির সভাপতিকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রধান শিক্ষক বাদি হয়ে মামলা করেছেন।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর পিতা মং ক্যা মারমা বলেন, ১৫ বছর ধরে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা শিক্ষককে মারধর করা ন্যাক্কারজনক। এতে এলাকা সকলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm