পানিতে ডুবে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে পটিয়ায়।
জানা যায়, পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়ার নজরুল ইসলামের ছেলে সাইফুজ্জামান বিজয় (১০) তাদের বসতঘরের পেছনের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায় বিজয়। দীর্ঘক্ষণ ছেলেটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুপ্রিয়া বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে পানিতে ডুবে যাওয়া একটি ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন লোকজন। দেখার পর ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পুকুরে ডোবার পরপরই শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত ছেলেটির পিতা নজরুল ইসলাম জানান, সকালে খেলার ছলে ঘরের পেছনের পুকুরে সবার অজান্তে সে ডুবে যায়। তার দেহটি পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলেও আমার ছেলেটিকে আর বাঁচাতে পারিনি।