নিঃসঙ্গ জলহস্তী লাল পাহাড় সঙ্গী পেল চট্টগ্রাম চিড়িয়াখানায়

চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘লাল পাহাড়’ পুরুষ জলহস্তীর সঙ্গী এলো ৯ বছরের ৯০০ কেজি ওজনের স্ত্রী জলহস্তী ‘জলপরি’।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর পাঁচটায় ৯ বছর বয়সী ৯০০ কেজি ওজনের স্ত্রী জলহস্তীটি ঢাকা চিড়িয়াখানা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা হতে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় দেওয়ার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় ঢাকা চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী পাই আমরা।

তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ গত ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয় এবং গত ২১ সেপ্টেম্বর এক জোড়া জলহস্তী হতে প্রথম ধাপে ১২ বছর বয়সী একটি পুরুষ জলহস্তী লাল পাহাড় চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

ভোর পাঁচটায় দ্বিতীয় ৯ বছর বয়সী ৯০০ কেজি ওজনের দ্বিতীয় স্ত্রী জলহস্তী এসে পৌঁছেছে।

এআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm