নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যােগে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩১’।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা 1

১১ মে (শনিবার) ঢাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. আব্দুর রব খান।

মেলায় বাহারি খাবার, মাটির জিনিস, শখের হাঁড়ি, অলঙ্কারসহ বিভিন্ন পণ্যের স্টল বসানো হয়। এসব স্টলে কেনাবেচা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

স্টলের পাশাপাশি মেলায় নাগরদোলার ব্যবস্থা করা হয়।

ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইসর মেসবাহ উল হাসান চৌধুরী বলেন, ‘বাঙালি ঐতিহ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে বৈশাখী মেলা। কিন্তু সময়ের সঙ্গে আধুনিকতায় আমাদের এই ঐতিহ্য হারাতে বসেছে । আমাদের তরুণ প্রজন্মকে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই বৈশাখী মেলার আয়োজন।

ক্লাবের প্রেসিডেন্ট মৌরিন ইসলাম বলেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি যেন এভাবেই চিরদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে অবারিত ডানা মেলতে পারে।

এমন আয়োজনের জন্য ক্লাব সদস্য ও ভলান্টিয়ারদের ধন্যবাদ জানান তিনি।

মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm