ডেঙ্গুতে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু বান্দরবানে

বান্দরবানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ডমাচিং মারমা বেবী (৩২)। তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের স্বজন শৈ হ্লা চিং মারমা জানান, ১০ সেপ্টেম্বর রুমা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে পরীক্ষায় ডমাচিংয়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেবীর মরদেহ চট্টগ্রাম থেকে রুমায় নিজ বাড়িতে নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!