চট্টগ্রামের কোতোয়ালী, চান্দগাঁও, আকবর শাহ ও হালিশহর থানার ৪ মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ যুবদলের ৪০ জন নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ তাদের আগাম জামিন দেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর যুবদলের সহ সভাপতি শাহেদ আকবর, আকবরশাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ইবনুল হাসান সবুজ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এন মোহাম্মদ রিমন, চান্দগাও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. এরশাদুল আলম, মো. আলী আসমান, ৯ নং উত্তর পাহাড়তলী যুবদলের আহবায়ক মো. ইউনুছ, যুবদল নেতা পেয়ার আলী, মো. রাশেদ, আলী আকবর, মো. তুষার, সাদ্দাম, মো. সবর ও সুজনস প্রমুখ।
আসামীপক্ষের আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
জেএস/এমএফও