চট্টগ্রামে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে সীতাকুণ্ডের সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জনই কনস্টেবল। তারা হলেন, ইস্কান্দার (৪০), হোসাইন (৩৫), মিজান (৩০)।

আহত বাকি ৩ জন হলেন, এসআই সুজন সাহা (৩০), শাহাদাত মেম্বার (৪০), ও মাইক্রোবাস ড্রাইভার পুলিশ কনস্টেবল সমর কুমার সাহা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আন্ত:নগর এক্সপ্রেস সোনার বাংলা চট্টগ্রামে প্রবেশ করছিল আনুমানিক ১২টা ১০ মিনিটে। রেল ক্রসিং বার উঠানো থাকায় পিকআপ ভ্যানটি ক্রসিংয়ে উঠার সাথে সাথেই সোনার বাংলার ট্রেনের ধাক্কায় ভ্যানটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ১ জন মারা যায়। বাকি দুজন পথিমধ্যে মারা যান।

এসআই ফারুক আরও বলেন, পুলিশ সদস্যরা সীতাকুন্ড থানায় কর্মরত ছিলেন। তারা এক ইউনিয়ন পরিষদের মেম্বারসহ আসামি ধরতে যাচ্ছিলেন।

Yakub Group

চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, নিহতদের লাশঘরে রাখা হয়েছে। আর আহতদের ক্যাজুয়ালিটিসহ অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!