চট্টগ্রামের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হলো ৩ দিনের ‘নির্বাচনী রিপোর্টিং’ কর্মশালা

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ‘নির্বাচনী রিপোর্টিং’ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তা, সাইবার সিকিউরিটি মামলা, রিপোর্টিং পরিকল্পনা বিষয়ে উক্ত কর্মশালায় ধারণা দেওয়া হয়।

মঙ্গলবার ( ২৭) নভেম্বর আগ্রাবাদের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে কনফারেন্স কক্ষে নিউজ নেটওয়ার্ক, ইন্টারনিউজ এবং ইউএসএআইডি’র পক্ষ থেকে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় বুধবার (২৯ নভেম্বর)।

কর্মশালায় প্রশিক্ষকরা জানান, নির্বাচনের সময় যথেষ্ট প্রস্তুতি নিয়ে একজন সাংবাদিকদের মাঠে নামতে হয়। চারপাশের পরিবেশ সূক্ষ্মভাবে নজরদারিতে রাখতে হয়। কেননা এই নির্বাচনের সময় প্রার্থীদের সমর্থকারীদের গ্রুপের মধ্যে সহিংসতা সৃষ্টি হয়। এ সময় কোনো প্রস্ততি না থাকলে সাংবাদিকদের জীবনও হুমকির মধ্যে পড়ে যায়। তাই অন্যান্য সময় থেকে এই সময় বেশি সচেতন থাকা প্রত্যক সাংবাদিকের দায়িত্ব।

এছাড়া কর্মশালায় বাংলাদশে নির্বাচনের আইন, সাইবার সিকিউরিটি মামলা, নির্বাচনের রিপোর্টিং পরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ জুলহাস আলম ও জ্যেষ্ঠ সাংবাদিক সামশাদ সাত্তার।

কর্মশালা সমন্বয়ের দায়িত্বে পালন করেন নিউজ নেটওয়ার্কের এডিটর-ইন-চিফ শহিদুজ্জামান, প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুর ও জিয়াউর রহমান।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!