গাঁজা-ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার চান্দগাঁওয়ে

চট্টগ্রামের চান্দগাঁওয়ে সাড়ে চার লাখ টাকার গাঁজা-ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. সুমন ওরফে সবুজ (৩০) মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

মঙ্গলবার (৫সেপ্টেম্বর) র‌্যাব-৭ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ সেপ্টেম্বর) চান্দগাঁও থানা এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ফেনী থেকে মাদক আসার খবর পেয়ে সোমবার চান্দগাঁওয়ের পাকা রাস্তা এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। এই সময় প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে গাড়িগুলো পালানোর চেষ্টা করে। এক পর্যায়ের সুমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রাইভেট কার ও পিকআপের ভেতর থেকে ১৫০ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এসব মাদক চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Yakub Group

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!