প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসীদের সংগঠন ‘মিরসরাই সমিতি ওমান’ এর উদ্যোগে ঈদ উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ মে) মাস্কাটের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী সিআইপি।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সহসভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ নজরুল।
উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনূস, সহ-সভাপতি মোহাম্মদ শহিদ খানসহ সমিতির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা।
আলোচনায় সমিতির নেতারা প্রবাসীদের কল্যাণে সংগঠনের নেওয়া বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি বলেন, করোনা মহামারীর সংকট কাটিয়ে প্রবাসীদের জন্য এমন আয়োজনের জন্য মিরসরাই সমিতি প্রশংসার দাবিদার করেন। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।
এছাড়া প্রবাসী কল্যাণ ও মানবতার সেবায় সমিতির কার্যক্রমের সাফল্যের কামনা করেন এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলুন কাপ, চুলে পাইপ গাঁথা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মীরসরাই সমিতি ওমান’র সভাপতি মোহাম্মদ রিয়াদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহাদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল।