সন্ত্রাসী গুটি ফয়সালসহ আকবরশাহে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করছে করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন উত্তর কাট্টলী এলাকায় মো. আলাউদ্দিনের ছেলে মো. ফয়সাল ওরফে গুটি ফয়সাল, সাকিব ও শাহাবুদ্দিন।

র‌্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

আরএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!