শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘গত বছর আমি এই দিনে শ্যামা পূজায় বলেছিলাম, যারা দেশের মধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ঘাড় মটকে দিতে হবে। পরে সে কাজটি আওয়ামী লীগ সরকার করেছিল। এবারের অনুষ্ঠানে আমি আবারও বলছি, মায়ের কাছে প্রার্থনা করতে হবে, ভবিষ্যতে যেন দেশ থেকে চিরতরে অশুভ শক্তি বিদায় নেয়। সে মোতাবেক সবাইকে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শ্যামা পূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘লাদেনের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। আগামী জানুয়ারি জাতীয় নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসলে মায়ের আশীর্বাদে অবশ্যই দেশ থেকে চিরতরে অশুভ শক্তির বিনাশ হবে।’
পরিষদের সভাপতি শ্রী দোদুল কান্তি দত্তের সভাপতিত্বে আলোচনায় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ ও মহিলা সম্পাদিকা সুচিত্রা গুহ টুম্পা।
মঙ্গক প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। আর্শিবাদক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিষু।
বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্বল, মোহাম্মদ আব্দুল আজিম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, হরিপদ দে, মনিলাল দে, দেবাশীষ নাথ দেবু, ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সহ সভাপতি আয়ান শর্মা, দুলাল চৌধুরী, জগন্নাথ মিত্র, রাজীব দত্ত রিংকু, রিটু দাশ বাবলু, কাউন্সিলর পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, আনজুমান আরা বেগম, নিকেল দে, প্রবীর দে, যুগ্ম-সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ নাথ।
আরও উপস্থিত ছিলেন রুবেল দে, মিহির দে, শৈবাল ভৌমিক, চন্দন মহাজন, রাজীব চৌধুরী, বিপ্লব সেন, তুহিন রায়, সমীকরণ মল্লিক, রাজীব চক্রবর্তী, সঞ্জয় মল্লিক, পংকজ বিশ্বাস, অ্যাডভোকেট পার্থ নন্দী, রতন দে, অধ্যাপক শিমুল মুহুরী।