চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অগ্নিকাণ্ডে একটি নামবিহীন জুতার কারখানা পুড়ে গেছে। শনিবার (২৬ অক্টোবর) ১৩ নম্বর কাটগড় অভয়মিত্র ঘাট এলাকায় ভোর পাঁচটায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটার দিকে অভয়মিত্র এলাকায় তারা একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ৯টি গাড়ি ঘটনাস্থলে প্রায় দেড় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার বেশিরভাগ জুতা ও সরঞ্জাম পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জুতার কারখানায় অগ্নিকান্ডে ঘটনায় তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে’।
মুআ/সিপি