বিরোধী দলগুলোর ডাকা অবরোধের প্রভাবে চট্টগ্রাম বন্দরে একদিনেই কনটেইনার ডেলিভারি ও জাহাজে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি হয়েছে মাত্র ২ হাজার ৭৮৮টি।
সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি-জামায়াতের আহ্বান করা তিনদিনব্যাপি অবরোধের ফলে বন্দরে এমন নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বন্দরের তথ্য অনুসারে, এদিন কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৭ হাজার ৫১টি।
এর আগে সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪ হাজার ১০৫টি কনটেইনার ডেলিভারি হয়েছিল। অন্যদিকে বন্দরের তথ্য অনুসারে, এদিন কনটেইনার হ্যান্ডলিং হয় ৮ হাজার ৯৫৭টি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘দূরদুরান্ত থেকে ট্রাক-লরি-কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে আসতে না পারায় এই অবস্থা হয়েছে।
তবে তিনি দাবি করেছেন, ‘বন্দরের অভ্যন্তরের সব কাজ স্বাভাবিক ছিল। কনটেইনার হ্যান্ডলিং হয়েছে উল্লেখ করার মতো।’