অবরোধে বেশ কমেছে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডেলিভারি

বিরোধী দলগুলোর ডাকা অবরোধের প্রভাবে চট্টগ্রাম বন্দরে একদিনেই কনটেইনার ডেলিভারি ও জাহাজে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি হয়েছে মাত্র ২ হাজার ৭৮৮টি।

সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি-জামায়াতের আহ্বান করা তিনদিনব্যাপি অবরোধের ফলে বন্দরে এমন নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বন্দরের তথ্য অনুসারে, এদিন কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৭ হাজার ৫১টি।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪ হাজার ১০৫টি কনটেইনার ডেলিভারি হয়েছিল। অন্যদিকে বন্দরের তথ্য অনুসারে, এদিন কনটেইনার হ্যান্ডলিং হয় ৮ হাজার ৯৫৭টি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘দূরদুরান্ত থেকে ট্রাক-লরি-কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে আসতে না পারায় এই অবস্থা হয়েছে।

তবে তিনি দাবি করেছেন, ‘বন্দরের অভ্যন্তরের সব কাজ স্বাভাবিক ছিল। কনটেইনার হ্যান্ডলিং হয়েছে উল্লেখ করার মতো।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm