শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় ফ্ল্যাট ব্লক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় ফ্ল্যাট ব্লক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ইজারাকৃত বন্দরনগরীর শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় ফ্ল্যাট ব্লক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শপিং মল, কমিউনিটি সেন্টার ও স্কুলের জন্য জায়গা রেখে নিবন্ধিত ১৭৩ সদস্যের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেন সম্পাদক হাসান ফেরদৌস।

এ সময় সমিতির কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন কাজী, মঞ্জুরুল আলম মঞ্জু উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন দৈনিক জনকণ্ঠের ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক, দৈনিক পূর্বকোণের স্বপন দত্ত, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শফিউল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর, দৈনিক ইত্তেফাকের সৈয়দ আব্দুল ওয়াজেদ প্রমুখ।
সভায় সমিতির দ্বিতীয় আবাসন প্রকল্প কল্পলোক মিডিয়া টাওয়ার নির্মাণে ডেভেলপার প্রতিষ্ঠান জেনেসিস হোল্ডিং অ্যান্ড টেকনোলজিসের সঙ্গে করা মূল চুক্তির ৩৫ ধারা অনুসরণ করে সালিশি অনুসারে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ, পংকজ দস্তিদার, মাঈনুদ্দিন কাদেরী শওকত, আবু জাফর হায়দার, শামসুল হক হায়দরী, খোরশেদ আলম, আসিফ সিরাজ, নাজিমুদ্দিন শ্যামল, কামাল পারভেজ, ফরিদ উদ্দিন চৌধুরী, রাশেদ মাহমুদ, জি এম শাহব উদ্দিন, আলোকময় তলাপাত্র, রাজেশ চক্রবর্তী, বিশ্বজিত বড়ুয়া, হামিদ উল্লাহ, খোরশেদ আলম শামীম. শাহরিয়ার হাসান, মোহাম্মদ ফারুক, ইয়াসিন হীরা, জামশেদ রেহমান চৌধুরী, দেব দুলাল ভৌমিক, তাজুল ইসলাম, নাসির উদ্দিন হায়দার, রোকসারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!