সৈয়দ মইন্দ্দুীন আহমদের ৮০ তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে প্রশাসনিক সমন্বয় সভা

সৈয়দ মইন্দ্দুীন আহমদের ৮০ তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে প্রশাসনিক সমন্বয় সভা 1ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি : ফটিকছড়িতে সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী আল মাইজভান্ডারীর আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী ৮০ তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে ২৪ জানুয়ারী (মঙ্গলবার) রাত ৯ টায় আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার ব্যবস্থাপনায় মইনীয়া সেমিনার হলে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক রায়ে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহ্জাদা মাওলানা সাইফুউদ্দীন আল-হাসানী আল মাইজভান্ডারীর। উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন এস.আই ইরফান উদ্দিন রাজিব, নাজিরহাট হাইওয়ে কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমীক সুপার ভাইজার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

এতে যানবাহন পার্কিং সুবিধা, যানবাহ নিয়ন্ত্রণ এর জন্য ২ জন সার্জেন্ট, ৮ জন ট্রাফিক এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৪০ জন রিজার্ভ পুলিশসহ প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা, ১ জন ডাক্তারের নেতৃত্বে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা, দোকানপাটে বাসাী ও ময়লাযুক্ত খবার পরিবেশন বন্ধ করা, হোটেল গুলো নাস্তা বাবত ভক্ত আশেকানে উচ্চ মূল্য দিতে না হয় সে বিষয়ে ৬ সদস্যে তদারকি কমিটি গঠন, কোনরুপ আনন্দ মেলা, সার্কাশ শো, মৃত্যুকূপ, লটারী হাউজি, মেটাল ডিটেক্টর দিয়ে সম্ভাব্য স্থান সমূহ পরীক্ষা করে নেয়া, কোন ধরণের অসামাজিক ও নেশা জাতীয় কর্মকান্ড হতে মাইজভান্ডারকে মুক্ত রাখাসহ খোশরোজ শরীফে পুলিশ ফোর্সকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের লক্ষ্যে ১ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!