রাঙামাটিতে আবারো পাহাড় ধসের শঙ্কা

রাঙামাটিতে আবারো পাহাড় ধসের শঙ্কা 1রাঙ্গামাটি প্রতিনিধি : প্রবল বৃষ্টিতে রাঙামাটিতে আবারো পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের জন্য প্রশাসনের খোলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে রবিবার শহরজুড়ে মাইকিং করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রশাসনের খোলা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আসতে বলা হয়েছে। এগুলো হলো জিমনিয়াম, স্টেডিয়াম, মেডিকেল কলেজ ছাত্রবাস, রাঙাপানি ভাবনা কেন্দ্র, মোনঘর, মানিকছড়ি প্রিয় মোহন স. প্রাথমিক বিদ্যালয়, তবলছড়ি এনডিসি হিল কোয়াটার। প্রশাসনের মাইকিংয়ের পর অনেকে এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এদিকে রাঙামাটি-খাগড়াছড়ি জেলা সড়কের কিজিং আদাম এলাকায় সংস্কার করা সড়কটি ধসে পড়ার শঙ্কায় দুই জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ আছে।

শনিবার রাতভর বৃষ্টি হওয়ার পর রবিবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গত ১৩ জুন প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে মারা যায় ১২০ জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!