বঙ্গবন্ধু কৃষকের জীবনমান উন্নয়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : এম এ সালাম

বঙ্গবন্ধু কৃষকের জীবনমান উন্নয়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : এম এ সালাম 1হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রামের কৃষক সমাজের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। স্বাধীনতা পর বঙ্গবন্ধু গ্রাম সমবায় প্রতিষ্ঠা, কৃষি ঋণ ও কৃষি উপকরণ প্রদান, জমির খাজনা মওকূফ ও ভূমিহীনদের খাস জমি প্রদান সহ কৃষকের জীবনমান উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। ’৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ক্ষমতাসীন সরকারগুলো কৃষকের কল্যাণে কোন কাজতো করেইনি বরং কৃষকরা নিষ্পেষিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় এসে আবার কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তাই জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কৃষক সমাজকে অবহেলা করে দেশ এগিয়ে যেতে পারবেন না।

তিনি গত ৫ আগস্ট শনিবার বিকেলে হাটহাজারী উপজেলা কৃষকলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সংগঠনের সভাপতি এস.এম শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় স্থানীয় মেহেদী পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, দিদারুল আলম বাবুল, আলহাজ্ব জাফর আহমেদ, শওকত আলম, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এস.এম ফসিউদ্দৌলা, কেন্দ্রীয় যুবলীগ সহসম্পাদক মোঃ সেলিম উদ্দিন, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য সোয়েব আল সালেহীন চেয়ারম্যান, আবু বক্কর সিদ্দিকী চেয়ারম্যান, মুজিবুর রহমান চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন কৃষক লীগ নেতা এড. ফয়জুল ইসলাম। বক্তব্য রাখেন এড. শওকতুল আলম, সোলতালুন আলম, হরুনুর রশীদ, দিদারুল আলম, নুরুল আবচার চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য রাশেদ খান মেনন, এড. শফিউল আজম, ডা. ওমর ফারুক, এড. মোস্তাফা আনোয়ারুল ইসলাম, হামিদ হাসান নোমানী, রিয়াজ মোহাম্মদ, সেকান্দর আলম চৌধুরী, দিদারুল আলম মাস্টার, শাহজাহান মাহবুব, মাহবুবুর রহমান চৌধুরী, লোকমান চৌধুরী, কফিল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আকতার হোসেন, মোঃ আলাউদ্দিন, শফিউল আলম, শামসুদ্দৌহা রোকন, চৌধুরী শাহাবুদ্দিন, এহসানুল হক, শেখ মোহাম্মদ আবচার, নুরুল আমীন, আবুল কালাম চৌধুরী, জালাল উদ্দিন তালুকদার, মোঃ হাসেম, মোঃ বাহাদুর, ইউসুফ আলী, মোহাম্মদ আলী মেম্বার।

উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন জুনু, এস.এম মোরশেদুল আলম, একেএম শাহবুদ্দিন, ইফতেখার উদ্দিন মোঃ আলমগীর, আজম উদ্দিন, হাসান শহীদ চৌধুরী মিলন, মোঃ জসিম উদ্দিন, অধ্যাপক খুরশিদ আলম, কাজী নাছির, আলী আকবর চাম্ভু, নাজমুল হুদা মনি, মহসিন খান, জহির উদ্দিন চৌধুরী টিপু, মিজানুর রহমান, আরিফুর রহমান রাসেল, সাকেরীয়া চৌধুরী সাগর, মোঃ জাবেদ প্রমুখ। এ উপলক্ষে সকালে খতমে কোরআন, মিলনাদ মাহফিল, শোক র‌্যালী ও আলোচনা সভা শেষে সন্ধ্যায় জেয়াফতের আয়োজন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!