গুগল প্লে-স্টোর থেকে সরলো টিকটক

ভারতের আদালতে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’ নিষিদ্ধ ঘোষণার পর দেশটিতে নিজেদের প্লে-স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল ও গুগল।

এখন থেকে অ্যাপল ও গুগলের প্লে-স্টোর থেকে ‘টিকটক’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না স্মার্টফোন ব্যবহারকারীরা। এর আগে চলতি মাসে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে তরুণদের কাছে জনপ্রিয় অ্যাপ ‘টিকটক’ নিষিদ্ধ ঘোষণা করেন ভারতের তামিলনাড়ুর আদালত।

রায়ের বিরুদ্ধে চীনের টিকটকের প্রতিষ্ঠাতা কোম্পানি বাইটড্যান্স আপিল আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেন উচ্চ আদালত। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশের তরুণ প্রজন্মের কাছেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই চীনা অ্যাপ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!