৯ সাংসদের সুপারিশে ৪৫ জনের হজ, আছেন ফটিকছড়ির নজিবুল বশরও

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যদের সুপারিশ থেকে ৫ জন করে মোট ৪৫ জন এবার সরকারি খরচে হজ করতে সৌদি আরব যাচ্ছেন। এর একজন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে জনপ্রতি সর্বনিম্ন ৩ লাখ ৪৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা করে খরচ পড়ে।

গত ১০ জুন সংসদীয় কমিটির বৈঠকে কমিটির প্রতি সদস্যের মনোনীত ৫ জনকে সরকারি খরচে হজে পাঠানোর সুপারিশ করা হয়। এর বাইরেও এবার হজে সরকারের উচ্চপর্যায়ে প্রতিনিধি দলে সংসদীয় কমিটির তিন সদস্য প্রতিনিধি হিসেবে সরকারি খরচে হজে যাচ্ছেন। তারা হলেন কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী, মাহমুদ উস সামাদ চৌধুরী ও রত্না আহমেদ। ৯ সদস্যের ওই কমিটির অন্য সদস্যরা হলেন শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, এইচ এম ইব্রাহিম ও তাহমিনা বেগম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!