২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলমানই হবে সবচেয়ে বেশি

perayers_72607

 

মুসলমানরাই ২০৭০ সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ জনগোষ্ঠীতে পরিণত হবে। বিশ্বে মুসলমান জনগোষ্ঠীর জন্মহার, তরুণ জনসংখ্যা এবং ইসলাম ধর্ম গ্রহণের বর্তমান প্রবণতার ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দিয়েছে মার্কিন পিউ রিসার্চ সেন্টার। তাদের এক প্রতিবেদনে অাজ এ তথ্য দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

পিউর গবেষণায় দেখা গেছে, বিশ্বের মুসলমান জনগোষ্ঠী ২০৫০ সালের মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠীর সমপর্যায়ে যাবে এবং ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠীকে অতিক্রম করবে। খ্রিস্টান ধর্ম ২০১০ সাল থেকে বিশ্বের সর্ববৃহৎ ধর্মগোষ্ঠী হিসেবে বিরাজ করছে উল্লেখ করে এতে আরো বলা হয়, বতর্মানে বিশ্বের ৬৯০ কোটি মানুষের ৩১ শতাংশ অর্থাৎ ২২০ কোটি এ ধর্ম অনুসরণ করছে। অন্য দিকে বিশ্বের মোট জনসংখ্যা ২৩ শতাংশ অর্থাৎ ১৬০ কোটি মানুষ ইসলাম ধর্ম পালন করছে।

বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার বজায় থাকলে চলতি শতকের মাঝামাঝি মুসলিম জনসংখ্যা ৭৩ শতাংশ বেড়ে ২৮০ কোটি পৌঁছাবে। অর্থাৎ বিশ্বের ৩০ শতাংশ মানুষ হবে মুসলমান। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা ২৯০ কোটিতে যেয়ে পৌঁছাবে এবং বিশ্বের জনগোষ্ঠীর ৩১ শতাংশ হবে এ ধর্ম অনুসারীরা। মুসলমানদের মধ্যে জন্মহার সবচেয়ে বেশি উল্লেখ করে পিউর প্রতিবেদনে বলা হয়েছে, গড়ে একজন মুসলমান নারী ৩.১টি সন্তানের জননী হয়ে থাকেন। অন্যদিকে গড়ে ২.৭ জন সন্তানের জন্ম দেন একজন খ্রিস্টান নারী।

এদিকে, প্রতিবেদনে আরো বলা হয়, ২০৫০ সাল নাগাদ হিন্দু ধর্মাবলম্বীরা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তখন পৃথিবীর মোট জনসংথ্যার ১‌৪.৯ শতাংশ হবে হিন্দু ধর্মাবলম্বী। বিশ্বব্যাপী হিন্দু ধর্মাবলম্বী লোকের সংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানের একশ কোটির কিছু বেশি থেকে বেড়ে তা একশ’ ৪০ কোটিতে দাঁড়াবে। আর একই সময়ের মধ্যে বিশ্বব্যাপী নাস্তিক জনগোষ্ঠী হবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম। তখন তারার বিশ্বের মোট জনসংখ্যার ১৩.২ শতাংশে পৌঁছবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!