ঈমান ও তাকওয়া গড়ে তুলতে ভূমিকা পালন করে নুরানী মাদ্রাসাগুলো

ঈমান ও তাকওয়া গড়তে নুরানী মাদ্রাসাগুলোর গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মের প্রারম্ভিক শিক্ষাগুলো এই নুরানী মাদ্রাসা থেকে শিখানো হয়।

hazrat-nozir-ahmed-shah-nurani-madrasah-news

গত শনিবার ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধর্মপুর হযরত নজির আহমদ শাহ নুরানী মাদ্রাসা পরিদর্শন ও আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।

 

বক্তারা আরো বলেন, এই মাদ্রাসাগুলোতে ধর্মের গাঁথুনি শেষ করে অনেকে গুণী আলেম হবেন। দ্বীনের আলো ছড়াবে। তাই এই মাদ্রাসার যথাযথ উন্নয়নকল্পে এলাকাবাসীর সহায়তা কামনা করা হয়।

 

মৌলানা আবু ছালেহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রাবন্ধিক, কলামিস্ট নূর মোহাম্মদ রানা। প্রধান আলোচক ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ কে এম বখতেয়ার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ কুতুব উদ্দিন, প্রবাসী মোহাম্মদ নাজিম, আনোয়ার পাশা, ডা. মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, নুরুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মৌলানা মহিউদ্দিন রেজভী, মাদ্রাসা কমিটির সভাপতি ইউনুচ চৌধুরী, মোহাম্মদ শাহেদ, মো. জমির প্রমুখ।

 

প্রেস বিজ্ঞপ্তি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!