লংগদুতে ফুটবল টুর্নামেন্টে এফসিবি ক্লাব চ্যাম্পিয়ন

রাঙামাটির লংগদু উপজেলায় কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে লংগদু থানার মাঠে লংগদু এফসিবি ক্লাব বনাম লংগদু অ্যাথলেটিকোডি ক্লাবের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে লংগদু এফসিবি ক্লাব জয় লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করেন এরশাদ আলী। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এএসআই মহিউদ্দিন। সর্বোচ্চ গোলদাতা এরশাদ আলী এবং ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন মো. আবছার। এরা সকলেই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়। খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন ঝন্টু কুমার চৌধুরী।

কমিউনিটি পুলিশিং ফোরাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল বারেক সরকার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য জানে আলম, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।

শেষে অতিথিরা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, পদক ও প্রাইজমানি তুলে দেন। এছাড়া ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির উদ্যোগে র‌্যাফেল ড্রর পুরস্কার প্রদান করা হয়। খেলা উপভোগ করতে থানার মাঠে হাজারেরও বেশি দর্শকের সমাগম হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!