লংগদুতে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ কর্মশালা

রাঙামাটির লংগদুতে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলানয়তনে আয়োজিত কর্মশালায় বিভিন্ন সংগঠনের জনপ্রতিনিধি, কর্মকর্তা, হেডম্যান, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) এসএম শফি কামাল।
তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার ঘোষিত ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে জোর দিতে হবে বলে জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন ও লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত।

এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!