রাঙামাটিতে শিলাবৃষ্টিতে আম-লিচুর ব্যাপক ক্ষতি

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রচুর পরিমাণ শিলাবৃষ্টির ফলে মৌসুমি ফল তরমুজ, আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে হঠাৎ ধমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। স্থানীয়রা জানান, বৃষ্টিতে উপজেলার কয়েকশত একর ফসলিজমির ক্ষতি হয়েছে। বাঘাইছড়ি উপজেলার ৮ ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি। ইউনিয়ন ও পৌরসদরের টিনের ঘরের বেশ কয়েকটি চালা ফুটো হয়ে গেছে।

মুসলিম ব্লক গ্রামের হুমায়ুন কবির জানান, শিলার আঘাতে তার তিনটি ঘরের চালাই ফুটো হয়ে গেছে। এতে করে তার ঘরের সকল মালামাল ভিজে গেছে। করেঙ্গাতুলী থেকে পিয়াল দত্ত বলেন, আমার বাসস্থানের চালা ৭০ ভাগ ফুটো হয়ে গেছে। এখন খুবই আতঙ্কে আছি। প্লাস্টিকের ছাউনি দিয়ে কোনরকম ঢেকে রেখেছি।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল মামুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমার বয়সে এত শিলাবৃষ্টি আর দেখিনি। শিলাবৃষ্টির ফলে ফসল ও ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার চেষ্টা করবো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!