রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাৎ বার্ষিকী পালিত

রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ২০ এপ্রিল(শনিবার) জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে এক আলোচনা সভা ও মেধা বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রাঙামাটি সদর সেক্টরের কমান্ডার কর্নেল আব্দুল খালেক।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ, শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিশেষ ভারপাপ্ত কর্মকর্তা ম আ শ শামসুদ্দীন শিশির এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল।

বক্তারা জানান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি স্থলে একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!