রাঙামাটিতে ইমারজেন্সি রেসপন্স টিম গঠনের উদ্যোগ

পাহাড় ধসসহ যে কোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ইমারজেন্সি রেসপন্স টিম গঠনের উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও ৪০ সদস্যের একটি উদ্ধার টিম গঠন করছে। এ ছাড়া বর্ষার আগেই পুরো জেলায় বাস্তবায়ন করা হবে সচেতনতামূলক কর্মসূচি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, সাংবাদিকসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক বিশিষ্টজনদের সাথে নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!