রমজানে খাদ্যের মান নিয়ন্ত্রণে বাঘাইছড়ির হোটেলে অভিযান

রাঙ্গামাটির বাঘাইছড়িতে রমজানকে সামনে রেখে খাদ্যের মান নিয়ন্ত্রণে খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব জিতু। এ সময় বিভিন্ন অনিয়ম, অপরিষ্কার ও অব্যবস্থাপনার জন্য ৪ হোটেল ও রেস্ট্যুরেন্টকে আর্থিক জরিমানা ও একটি হোটেল কে সতর্ক করা হয়।

এ সময় হোটেল বাঘাইছড়িকে ৫০০ টাকা, হোটেল শরীয়তপুরকে ৫০০ টাকা, হোটেল তাজমহলকে ১০০০ টাকা জরিমানা করা হয়। হোটেল শাপলা কে সতর্ক করা হয়েছে।

জানা যায়, রমজান মাসকে সামনে রেখে উপজেলা প্রসাশনের এমন অভিযানকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছে। এই অভিযান নিয়মিত পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এক ভোক্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, খাবার হোটেলের পাশাপাশি ফলের দোকান, কাঁচাবাজার এবং মাছ মাংসের দোকানেও যেন অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব জিতু বলেন, রমজানকে সামনে রেখে খাদ্যের মান নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি স্বাভাবিক রাখার জন্য অভিযান নিয়মিত রাখা হবে। কোনরকম অনিয়ম পরিলক্ষিত হলে ভোক্তা অধিকার আইনে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাঘাইছড়ি থানার এসআই মাসুদ তার ফোর্স নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগীতা করেন বলে জানা যায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!