বেতন পাচ্ছেন না লংগদুর পাড়াকর্মী ও মাঠসংগঠক

রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ইউনিসেফের সহায়তায় পূর্বে ‘সামাজ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় বর্তমানে ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’র আওতায় লংগদু উপজেলায় ১৯১ পাড়াকর্মী (শিক্ষকমন্ডলী) এবং ১৮ মাঠ সংগঠক কর্মরত আছেন। তারা শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানসহ অর্পিত সামাজিক দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু পাড়াকর্মী ও মাঠ সংগঠকবৃন্দ প্রায় ১ বছরের বেতন এখনও পাচ্ছেননা।

ফলে, তারা বেতন ভাতা না পেয়ে এক বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানান। শিক্ষক ও মাঠ সংগঠকরা আশা করছেন মানবিক বিবেচনায় বিজুর আগে বকেয়া বেতন পেলে খুবই উপকৃত হবেন। এই ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!