বাঘাইছড়িতে ব্রাশফায়ারের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। সবশেষ মৃত ব্যক্তির নাম বিকাশ চাকমা। তিনি বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ জন।

উপজেলার সাজেক ইউনিয়নে পঞ্চম উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত চিকিৎসাধীন আরও এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মঞ্জু বলেন, ‘বিকাশ চাকমা নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে বলে শুনেছি। তার লাশ বাঘাইছড়িতে নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, গত ১৮ মার্চ উপজেলার সাজেক ইউনিয়নে পঞ্চম উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৭ জন মারা যান। এ ঘটনায় আহত হন আরো ২৬ জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!