শ্রীলঙ্কায় হামলার ঘটনায় মুখ খুললেন আল্লামা শফী

বাংলাদেশে ইসলামিক নেতাদের মধ্যে প্রথম প্রতিক্রিয়া

ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী। তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকও।

রোববার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার যে ঘটনা ঘটেছে তা কোনো মানুষ মেনে নিতে পারে না। প্রার্থনারত অবস্থায় এমন হামলা কাপুরুষোচিত।

আল্লামা শফী আরো বলেন, ইসলাম ধর্ম ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনাগৃহে হামলা ও আক্রমণ সমর্থন করে না। আমি শ্রীলঙ্কার মুসলিম ভাইদের বলবো, আপনারা হতাহতের পাশে দাঁড়ান। আমি বোমা হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

প্রসঙ্গত, ইসলামিক দলগুলোর নেতাদের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীই প্রথম কোনো প্রতিক্রিয়া জানালেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!