ফটিকছড়িতে পীর শাহ্ আলম নঈমীর উপর হামলার প্রতিবাদে সভা

ফটিকছড়িতে পীর শাহ্ আলম নঈমীর উপর হামলার প্রতিবাদে সভা 1ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ বলেছেন,-গোটা দেশ ও জাতি কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ক্রমবর্ধমান জঙ্গীবাদী সন্ত্রাস,খুন,রাহাজানি,ছিনতাই সহ ইত্যাকার অপরাধ প্রবণতায় গোটা দেশ যেন সন্ত্রাসের অভয়ারন্যে পরিণত হয়েছে। সর্বত্র সাধারন মানুষের জান-মালের নিরাপত্তা বিঘিœত। গোটা দেশ যেন আতংকের জনপদ।
গত সোমবার ফটিকছড়িতে মসজিদে নামাজরত অবস্থায় ইমামের উপর সন্ত্রাসী দুর্বৃত্ত কর্তৃক চুরিকাঘাতের ঘটনা সভ্যতার গালে প্রচন্ড চপেটাঘাত বলে মন্তব্য করে ফ্রন্ট নেতৃবৃন্দ আরও বলেন,-৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত এদেশে মসজিদের মত তীর্থস্থান যদি অনিরাপদ হয়, তাহলে দেশের বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতি কতটুকুন স্বাভাবিক তা সহজেই অনুমেয়। আসন্ন একাদশ সংসদ নির্বাচনের পূর্বে দেশের এহেন পরিস্থিতি কোনভাবেই ইতিবাচক নয়। এমুহুর্তে ধর্মীয় উপাসনালয়ে এহেন ন্যাক্কারজনক ঘটনা রাজনৈতিক অঙ্গনে অবাঞ্চিত উত্থাপ ছড়ানো বৈ আর কিছুই নয়। সত্যিকার অর্থে এধরনের গর্হিত কর্মকান্ড দুষ্টচক্রের অশুভ ষড়যন্ত্রের অংশ বলে তারা মন্তব্য করেন। সভায় এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোর দাবী জানানো হয়।
ফটিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেম পীরে তরিকত আল্লামা মুফতি শাহ্ আলম নঈমীর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ২১ মার্চ ১৭ বিকাল ৪টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে সভাপতিত্ব নগর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নগর সভাপতি আলহাজ্ব এইচ.এম.মুজিবুল হক শুক্কুর। দামপাড়া দলীয় কার্যালয় সম্মুখে অনুষ্টিত প্রতিবাদ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জননেতা স.ম হামেদ হোছাইন, অধ্যপক ছৈয়দ হাফেজ আহমদ,অধ্যপক স.ম শহীদুল ফারুকী,এস.এম.আব্দুল করিম,অধ্যপক মাওলানা জয়নাল আবেদীন জিহাদী,ইসলামী ছাত্রসেনা নেতা কাজী মোহাম্মদ সুলতান আহমদ,খ.ম জামাল, মো: এনামুল হক প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!