নাছির একজন অথর্ব লোক তাকে অবশ্যই অপসারণ করতে হবে : মহিউদ্দিন চৌধুরী

নাছির একজন অথর্ব লোক তাকে অবশ্যই অপসারণ করতে হবে : মহিউদ্দিন চৌধুরী 1প্রতিদিন রিপোর্ট : নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নাছির নমিনেশন নিয়ে মেয়র হয়েছে। মনে করেছেন আজীবন থেকে যেতে পারবেন। চট্টগ্রামবাসীকে নিয়ে সভা করে আপনার বিরুদ্ধে প্রস্তাব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবো। বলবো-আপনি একজন অথর্ব লোক, আপনাকে অবশ্যই অপসারণ করতে হবে।’

সোমবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির নেতা শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, যুবলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, মহিলা আওয়ামী লীগ নেত্রী হোসেন আরা বেগম, মমতাজ খান, শ্রমিক নেতা মাহবুবুল হক চৌধুরী, জাসদ নেতা জসিমউদ্দীন বাবুল, গণ অধিকার ফোরামের নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

নগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘নাছির সাহেব সিটি করপোরেশনের দরজায় তালা মেরে সার্বক্ষণিক বন্দরের চেয়ারম্যানের কক্ষে বসে থাকেন। চারটি স্টিভিডোরশিপ নিয়েছেন। একটা লোক একটা স্টিভিডোরশিপ নেবেন। কিন্তু কি কারণে, বাহুবলে চারটি নিয়েছেন। সেটা তো তার দায়িত্ব নয়। তবুও তিনি সেসব কাজগুলো করছেন।’

মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘সিটি করপোরেশনে একজন অ্যাস্টেট অফিসার আছে, একজন সিআরও (প্রধান রাজস্ব অফিসার) আছে। কিন্তু আরও ৭-৮ পদ আছে, সেখানে স্থায়ী কেউ নেই।অস্থায়ী লোকদের দিয়ে চালানো হচ্ছে। কিন্তু আবার দুজন চিফ ইঞ্জিনিয়ার আছে সেখানে।পাগলের আড্ডাখানা বানিয়ে ফেলছে সিটি করপোরেশনে। উনি (নাছির) থাকেন না, তালা মেরে রাখেন। তার কিছু তল্পিবাহক, যারা তার নামে স্লোগান দেন তাদের সেখানে চাকরি দিয়েছেন।’

তিঁনি কয়েকজন সাংসদকে উদ্দেশ্য করে বলেন, ‘বিচ্ছু, আমাদের লতিফ, মনজুর ভাতিজা সংসদে কথা বলে না, বলে বন্দরের চেয়ারম্যানের অফিসে। লজ্জা লাগে না। আপনি সংসদ সদস্য, বসে রইলেন বন্দরের চেয়ারম্যানের চেম্বারে। এটা কি আপনার দায়িত্ব? কী দায়িত্ব পালন করছেন। জাহাজের ব্যবসা, লোহার ব্যবসা, ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবসা। সেটা তো আপনার কাজ নয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!