নগরী এখন যেন যানজট ও পানিবান্ধব শহর

নগরী এখন যেন যানজট ও পানিবান্ধব শহর 1ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নগর সহ-সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী বলেছেন,- দেশের জাতীয় রাজস্ব আয়ের ৭০ শতাংশ যোগানদাতা চট্টগ্রাম বন্দর। এতদসত্ত্বেও চট্টগ্রাম নগর উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে পশ্চাৎপদ। স্মরণাতীতকাল থেকে আমদানি-রপ্তানী তথা ট্রেডিং ব্যবসা-বাণিজ্য সহ বহুমুখী ঐতিহ্যের ধারক হলেও এই চট্টগ্রাম নগরী গুরুত্ব হারাচ্ছে ক্রমাগতভাবে। ইতোপূর্বে চট্টগ্রাম নগরীকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হলেও অধ্যাবধি তা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এ যাবতকাল পর্যন্ত যারাই নগর নিয়ন্তার দায়িত্বে সমাসীন ছিল কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়নি বরঞ্চ আত্ম ও দলকেন্দ্রিকতা তথা রাজনৈতিক অসম প্রতিযোগীতার দোলাচলে বরাবর বাধাগ্রস্ত হয়েছে চট্টগ্রাম নগরীর কাংখিত উন্নয়ন। ফলে এ বন্দর নগরী এখনও সেই মান্দাতা আমলের নগরীতেই রয়ে গেছে। সর্বত্র খানা-খন্দকের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নগরীর সড়ক-উপসড়ক সমূহ। যত্রতত্র ময়লা-আবজর্নার স্তুপ সমুহের দুর্গন্ধে সাধারণ পথচারীদের কষ্টের কোন অন্ত থাকেনা। দীর্ঘমেয়াদী ফ্লাইওভার নির্মাণ কাজ অব্যাহত থাকায় এবং বর্ষা মৌসুমে টিএন্ডটি,গ্যাস ও ওয়াসার পাইপলাইনে খোঁড়াখূড়ির কারণে দূ:সহ যানজট লেগেই থাকে। সামান্যতম বৃষ্টি হলেই গোটা নগরী পানির নিচে তলিয়ে যায়। উপরন্তু জোয়ারের পানিতে জলাবদ্ধ হয়ে পড়ে মানুষ। বাণিজ্যিক রাজধানী খ্যাত এ চট্টগ্রাম যেন এখন যানজট ও পানিবান্ধব শহর। তাই পরিচ্ছন্ন যানজট ও জলাবদ্ধ মুক্ত একটি নগরী গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় দায়িত্বশীলতা ও নজরদারি বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় তিনি দেশের জামালপুর,সিরাজগঞ্জ,বগুড়া,মৌলভী বাজার ও ফরিদপুর সহ বিভিন্ন জেলার বন্যা কবলিত এলাকায় সরকারী ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পতেঙ্গা থানার উদ্যোগে অদ্য ১৫ জুলাই ২০১৭ ইং রোজ শনিবার বিকেল ২টায় কাটগড়স্থ পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক ও কর্মী সম্মেলনে ২০১৭ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। পতেঙ্গা ইসলামিক ফ্রন্টের নব নির্বাচিত সভাপতি মাওলানা আব্দুর রহিম তৈয়বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপিজেড থানা ইসলামিক ফ্রন্টের আহবায়ক এস এম.সাদেক। বন্দর থানা ইসলামিক ফ্রন্ট নেতা দিদারুল আলম, ইপিজেড থানা নেতা আব্দুল অদুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী সোলতান আহমদ। পতেঙ্গা থানা ইসলামিক ফ্রন্টের সদস্য ঈসা মাহবুবের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানার সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম,মো: আব্দুর রহমান, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর ফারুক,মোহাম্মদ আবদুর রহিম, মোহাম্মদ আলী আকবর,আকরাম হোসেন রাজীব, মাওলানা মোহাম্মদ জসীম উদ্দিন নোমানী,মোহাম্মদ আব্দুর রহমান, এম আব্দুল্লাহ আল মামুন,এইচ.এম. এ খালেক মাসুদ,এস.এম. ইসমাঈল হোসেন, এম.সালাউদ্দিন কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!