দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন মন্ত্রী মোশাররফ

দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন মন্ত্রী মোশাররফ 1চট্টগ্রাম প্রতিদিন রিপোর্ট : দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। একইসঙ্গে মামলার ধার্য তারিখে হাজিরা থেকে অব্যাহতিও পেয়েছেন তিঁনি। তাঁর এ মামলার ফখরুল আনোয়ার নামে আরেক আসামিও জামিন পেয়েছেন।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহে নূরের আদালতে মন্ত্রীসহ দুই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

সূত্রে জানা যায়, মন্ত্রী মোশাররফ হোসেন ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারেও একই দপ্তরের দায়িত্বে ছিলেন। সেই সময়ে সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগে দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম ২০০৭ সালের ২২ শে নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ ছাড়াও ফটিকছড়িতে আওয়ামী লীগের সাবেক এমপি রফিকুল আনোয়ার ও তার ভাই হোটেল গোল্ডেন ইন লিমিডেটের পরিচালক ফখরুল আনোয়ারকে এ মামলার আসামি করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!