দলে এখন অনেক অতিথি পাখি, এটা অশনি সংকেত : তথ্যমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দলের পর পর তৃতীবারের মত দল ক্ষমতায় আসায় দলে অনেক অতিথি পাখি ঢুকেছে। তারা দলের জন্য অশনি সংকেত। এ সুযোগসন্ধানীদের চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিরাপদ রাখতে আমাদের প্রত্যেক দলীয়-নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ১-১১ এর দুঃসময়ে এবং তারও আগে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী একুশ বছর ধরে বুকে পাথর চাপা বেদনায় যে-সকল নেতাকর্মী দলকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছেন তারাই আজ আমাদের সাফল্য, অগ্রগতি এবং সমৃদ্ধির শক্তি।’

বুধবার (১৭ জুলাই) দুপুরে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রীমা কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক দিনের নোটিশে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালনে মহানগর আওয়ামী লীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের এ প্রচার সম্পাদক বলেন, ‘অতীতেও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সুসংগঠিত ছিল। নেতাদের মধ্যে মত ভিন্নতা থাকতে পারে। কিন্তু ঐক্যের প্রশ্নে দলের স্বার্থে তারা এক ও অভিন্ন।’

এসময় আগামী ২০ জুলাই বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অতীতে আমরা দেখেছি বিএনপির লোকজন সমাবেশ করতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের সমাবেশ নিজেরাই ভণ্ডুল করে থাকে। আগামী ২০ তারিখের সমাবেশটি যাতে সুষ্ঠুভাবে সফলভাবে শেষ করতে পারেন সুশৃংখলভাবে সেই প্রত্যাশাই রইলো।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দুঃসময়ের কর্মীরা দলের অক্সিজেন। এদেরকে নিয়েই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শক্তি সমৃদ্ধ এবং জনকল্যাণমুখী কর্মকান্ডের মূলধারা পরিচালিত হবে।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আজ হয়তো বা সুসময়, তবে আমাদের দুঃসময়ের স্মৃতিগুলো নিজেদেরকে সমৃদ্ধ করেছে। তাই বর্তমান আমাদের সকলের জন্য এটি পরীক্ষিত সময়।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জাবেদ, থানা আওয়ামী লীগের আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাশেম বাবুল, মোছলেম উদ্দিন, ফরিদ আহমদ চৌধুরী।

সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য একেএম বেলায়েত হোসেন, আলহাজ্ব শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ছৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, জোবাইরা নার্গিস খান, আবদুল আহাদ, মো. আবু তাহের, হাজী শহিদুল আলম প্রমুখ।

সভার শুরুতে বিশেষ মোনাজাত করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী ইউনুছ কোম্পানি।

এডি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!