চট্টগ্রামে আ’লীগ কার্যালয়ে হামলার ঘটনায় ৪শ’ জনের বিরুদ্ধে মামলা

 

 

ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও চট্টগ্রাম কোতোয়ালী থানা এলাকায় দক্ষিন জেলা আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। 095814mamla_13156

 

শুক্রবার রাতে অজ্ঞাত ৪শ’জনকে আসামী করে পুলিশ বাদি হয়ে এই মামলা দায়ের করেছে। তবে মামলায় সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ করেনি পুলিশ।

 

উল্লেখ্য গতকাল শুক্রবার বিকেলে নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় দক্ষিন জেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায় আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত একটি পক্ষ। এই সময় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ হলে পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই ঘটনায় দুজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছে বলে জানা গেছে।

 
কোতোয়ালী থানার ডিউটি অফিসার কামরুন নাহার মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামী করা হয়েছে। তবে এ মামলায় এখনো কারো নাম উল্লেখ নেই। তিনি জানিয়েছেন এখনো এ মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স
এ এস / জি এম এম / আর এস পি :::…..

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!