কারাগারে রনি

কারাগারে রনি 1বিশেষ প্রতিবেদক : চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (০৪ জুন) রনি আত্মসমর্পণের পর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণি এ আদেশ দেন।

 

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, নুরুল আজিম রনি হাইকোর্ট থেকে গত ৭ মে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে আজ তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত এপ্রিলে তিনি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন।

 

এর আগে ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে একটি আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বিতর্কের মুখে পড়েন রনি। বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এই বিতর্কের সূত্রপাত হয়। পরে জাহেদ খান নগরীর চকবাজার থানায় রনির বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!