এম.ই.এস কলেজে দোয়া মাহফিল

এম.ই.এস কলেজে দোয়া মাহফিল 1ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শহীদ রবিউল হোসেন বেলাল, ছাত্রসংসদের সাবেক ভারপ্রাপ্ত ভি.পি হাসানুল করিম মানিক, সাবেক জি.এস প্রয়াত মঈনুল করিমের স্বরণে দোয়া মাহফিল আজ শনিবার বাদে যোহর কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে মরহুম তিন ছাত্রনেতার আত্মার মাগফিত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আইয়ুব আলী, মজিবুর রহমান, খোরশেদুল আলমসহ কলেজ ছাত্রসংসদ/ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
পরে এক আলোচনা সভা কলেজ মিলনায়তনে কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্ত্বে ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের স্ঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দীন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মশিউর রহমান দিদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমল দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন-৮ নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা, মহানগর যুবলীগ নেতা মো: সেলিম, ফিরোজ আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাজেশ বড়–য়া, ইউছুফ খান হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন মোল্লা, সৌমেন বড়–য়া, মহানগর ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সুমন, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, আমিনুল ইসলাম রাসেল, মো: ফয়সাল, নাজমুল হাসান, আব্দুর রাকিব, নূর নবী শাহেদ, আব্দুর রহিম শামিম, মো: শাওন, মো: রুবেল, শাহাদাত হোসেন ইমন, প্রমি, আল-আমিন, আবির, সিকদার সুমন, ফজলে আজিম মো: ছিবগাতুল্লাহ, মো: শাহাদাত হোসেন মানিক, মোমিনুল হক, সৈকত দাশ, মহিম আজম, মো: আরিফ, প্রমুখ। আলোচনা সভার শুরুতে শহিদ তিন ছাত্রনেতার আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন সৈ¦রছার ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র আন্দোলনে গৌরভউজ্জল ভুমিকার কথা স্বরণ করে ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক তিন ছাত্রনেতা হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রখাশ করে। অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!